/anm-bengali/media/media_files/2025/07/16/taliban-in-bangladesh-2025-07-16-09-24-19.jpg)
নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে ফের পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP)-এর প্রভাব বিস্তার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। চলতি জুলাই মাসেই দেশের দুটি ভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে দুই সন্দেহভাজন জঙ্গিকে, যাদের সঙ্গে TTP-র সরাসরি যোগাযোগ রয়েছে বলে মনে করছে নিরাপত্তা সংস্থা।
২ জুলাই, রাজধানীর সাভারে এক চায়ের দোকান থেকে সন্ত্রাসবিরোধী ইউনিট (ATU) গোপন সূত্রের ভিত্তিতে গ্রেফতার করে ৩৩ বছর বয়সি মোঃ ফয়সালকে। পরদিন তাকে আদালতে পেশ করে জেল হেফাজতে পাঠানো হয়। এরপর ৫ জুলাই ফয়সালসহ মোট ৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/01/4WzlNfutes5F5ECjJ8Qd.jpg)
পুলিশি জেরায় ফয়সাল স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরেই তেহরিক-ই-তালিবান পাকিস্তানের চরমপন্থী আদর্শে অনুপ্রাণিত ছিল। শুধু তাই নয়, ২০২৪ সালের অক্টোবর মাসে সে পাকিস্তানের মাধ্যমে আফগানিস্তানে পাড়ি দেয় জঙ্গি প্রশিক্ষণের উদ্দেশ্যে। তার সঙ্গী ছিল সাভারেরই ২৩ বছর বয়সি আহমেদ জুবায়ের, যে পরে পাকিস্তানের ওয়াজিরিস্তানে সেনা অভিযানে নিহত হয়।
এই ঘটনার পর বাংলাদেশে TTP-র কার্যকলাপ ও অনুপ্রবেশ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। গোয়েন্দারা মনে করছেন, পাকিস্তানি চরমপন্থী সংগঠন গুলি বাংলাদেশে নিজস্ব ক্যাডার গড়ে তুলতে চাইছে, যা জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক।
সরকার ও নিরাপত্তা বাহিনী এখন এই চক্রের অন্য সদস্যদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। ATU ও অন্যান্য গোয়েন্দা সংস্থা যৌথভাবে তদন্তে নেমেছে, যাতে পাকিস্তান ভিত্তিক জঙ্গিগোষ্ঠীর শিকড় বাংলাদেশে ছড়াতে না পারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us