/anm-bengali/media/media_files/2025/07/02/donald-trump-2025-07-02-21-53-42.jpeg)
নিজস্ব সংবাদদাতা: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আবারও ভয়ঙ্কর সতর্কবার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, এই যুদ্ধ যদি চলতেই থাকে, তা হলে পরিস্থিতি এমন জায়গায় গড়াতে পারে যে শেষ পর্যন্ত “তৃতীয় বিশ্বযুদ্ধ” শুরু হয়ে যাবে।
হোয়াইট হাউসে এক সাংবাদিক বৈঠকে, এআই–সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করার কিছুক্ষণ পরই ট্রাম্প বলেন, গত এক মাসে প্রায় ২৫ হাজার মানুষ মারা গিয়েছেন, যাঁদের বেশির ভাগই সেনা। এই মৃত্যুর পরিমাণ তাকে ভীষণভাবে উদ্বিগ্ন করছে। তিনি বলেন, “আমি চাই এই খুনোখুনি বন্ধ হোক। আমরা খুব চেষ্টা করছি যুদ্ধ শেষ করার জন্য।”
ট্রাম্প আরও বলেন, “সবাই যদি এমন করে খেলা খেলতে থাকে, তাহলে শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে। আমরা সেটা একেবারেই চাই না।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/RNVvZDwnxSvc7FutGXNn.jpg)
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, প্রেসিডেন্ট এখন রাশিয়া এবং ইউক্রেন—দু’পক্ষের ওপরই অত্যন্ত ক্ষুব্ধ, কারণ শান্তি আলোচনায় কোনও অগ্রগতি নেই। তিনি বলেন, “ট্রাম্প আর শুধু মিটিংয়ের জন্য মিটিং করতে চান না। তিনি চান দ্রুত কোনও ফল আসুক।”
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, আমেরিকা কিয়েভকে ডনেস্কের কিছু অংশ থেকে সেনা সরিয়ে পূর্ব ইউক্রেনে একটি “ফ্রি ইকোনমিক জোন” তৈরি করতে চাপ দিচ্ছে। জেলেনস্কির দাবি, এই প্রস্তাব মস্কোর স্বার্থের সঙ্গে মিলে যায়। ইউক্রেন ইতিমধ্যেই ২০ দফার পালটা প্রস্তাব পাঠিয়েছে। যেকোনও সীমান্ত সংক্রান্ত সিদ্ধান্ত জনগণের ভোটে চূড়ান্ত করতে হবে বলেও জানিয়েছেন তিনি।
মার্কিন প্রশাসনের চাপ এখন আরও বেড়েছে, কারণ ট্রাম্প reportedly চান ক্রিসমাসের আগেই একটা শান্তিচুক্তি হোক। বিস্তৃত শান্তি পরিকল্পনায় রয়েছে ২০ দফার কাঠামো এবং নিরাপত্তা নিশ্চয়তা থেকে পুনর্গঠন পর্যন্ত নানা প্রস্তাব। তবে আপডেটেড নথিগুলি এখনও প্রকাশ করা হয়নি।
এই পরিস্থিতিতে বার্লিনে দাঁড়িয়ে ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে ইউরোপীয় দেশগুলিকে সতর্ক করে বলেন, এখনই প্রতিরক্ষা খাতে উৎপাদন ও বিনিয়োগ কয়েকগুণ বাড়াতে হবে।
রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ চতুর্থ বছরে ঢুকতেই মার্কিন-ইউরোপীয় চাপ ও কূটনৈতিক নড়াচড়া আরও তীব্র হয়ে উঠছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us