“এটা অনুপ্রবেশ নয়, এটা ইউরোপের দখল”, গল্ফ খেলতে এসে ইউরোপকে ধমক দিলেন ট্রাম্প

অভিবাসন নিয়ে স্কটল্যান্ডে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প।

author-image
Tamalika Chakraborty
New Update
donald trump

নিজস্ব সংবাদদাতা: ইউরোপীয় নেতাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্কটল্যান্ডে ব্যক্তিগত সফরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “অবাধ অভিবাসন ইউরোপকে ধ্বংস করে দিচ্ছে।” তিনি দাবি করেন, ইউরোপ যদি এখনই পদক্ষেপ না নেয়, তাহলে “এক সময় ইউরোপ বলে কিছু থাকবে না।”

স্কটল্যান্ডের গ্লাসগো প্রেসউইক বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “ইউরোপ নিজেকে ধ্বংস করছে অভিবাসনের নামে। রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিচয় হারিয়ে ফেলছে তারা। এখনও সময় আছে, নিজেকে সামলাও—না হলে অনেক দেরি হয়ে যাবে।”

Trump

এই মন্তব্য ট্রাম্পের ব্যক্তিগত সফরের সূচনাতেই আসে। তিনি স্কটল্যান্ডে নিজের গল্ফ রিসর্টে কয়েকদিন থাকার কথা জানিয়ে সফরকে “উৎসবমুখর” বলে উল্লেখ করলেও, এই সফরের সূচনাতেই তিনি অভিবাসন নিয়ে তীব্র রাজনৈতিক বার্তা দিয়ে বসেন।

ট্রাম্প বলেন, “আপনাদের অবশ্যই ইউরোপে যা ঘটছে, সেই ভয়ঙ্কর অনুপ্রবেশ বন্ধ করতে হবে। এটা কোনো সাধারণ সমস্যা নয়—এটা একটা অস্তিত্বের সংকট।”

বিশ্লেষকদের মতে, এই মন্তব্য ইউরোপের অভিবাসন নীতি নিয়ে আমেরিকার দক্ষিণপন্থী মহলে যে অসন্তোষ রয়েছে, তারই প্রতিফলন। তবে অনেকেই এই বক্তব্যকে ঘৃণার রাজনীতির অংশ বলেও আখ্যা দিয়েছেন।