/anm-bengali/media/media_files/2025/05/01/bRi7JKnmvzW59GQBgHc8.jpg)
নিজস্ব সংবাদদাতা: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক বসানোর হুমকি দিয়েছেন। তিনি বলেন, বর্তমান বাণিজ্য আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় এই সিদ্ধান্তের পথে হাঁটতে হবে।
ট্রাম্প Truth Social-এ পোস্ট করে লেখেন, “তাদের শক্তিশালী বাণিজ্য বাধা, ভ্যাট কর, উদ্ভট কর্পোরেট শাস্তি, বাণিজ্য প্রতিবন্ধকতা, মুদ্রা নিয়ে কারসাজি এবং মার্কিন কোম্পানিগুলোর বিরুদ্ধে অন্যায় মামলা, সব মিলিয়ে আমেরিকার সঙ্গে বছরে ২৫০ বিলিয়ন ডলারের বেশি বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে। এটি একেবারেই গ্রহণযোগ্য নয়।”
/anm-bengali/media/media_files/2025/05/14/dZeK504ArQWIgmyXBXni.jpg)
তিনি আরও লেখেন, “আমি ২০২৫ সালের ১ জুন থেকে ইউরোপীয় ইউনিয়নের পণ্যের উপর সরাসরি ৫০ শতাংশ শুল্ক বসানোর সুপারিশ করছি।” শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি বৈঠক হয় আমেরিকার ওভাল অফিসে। কিন্তু সেই বৈঠক ইতিবাচক হয়নি। যার ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও কঠোর বাণিজ্য নীতি ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে আনবে বলে হুমকি দেওয়া হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us