New Update
নিজস্ব সংবাদদাতা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক বিস্ময়কর দাবি শেয়ার করেছেন তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম TruthSocial-এ। ওই পোস্টে দাবি করা হয়েছে, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ২০২০ সালে "ফাঁসিতে মারা গিয়েছেন" এবং এখন যাঁকে দেখা যাচ্ছে তিনি নাকি বাইডেন নন, বরং "রোবোটিক ক্লোন বা ডাবল"।/anm-bengali/media/media_files/Px6qXXMwLG7RGg1jOE3r.jpg)
ট্রাম্প এই দাবি শেয়ার করেছেন TruthSocial ব্যবহারকারী "llijh"-এর একটি পোস্ট থেকে। ওই পোস্টে লেখা ছিল, “আসল জো বাইডেন বলে কিছু নেই, ২০২০ সালে তাঁকে ফাঁসি দেওয়া হয়েছিল। এখন যাকে দেখা যাচ্ছে সে হল ক্লোন, ডাবল বা রোবোটিকভাবে তৈরি এক প্রজাতি, যার আত্মা বা বুদ্ধি নেই।” পোস্টে আরও বলা হয়, “ডেমোক্র্যাটরা বুঝতেই পারে না কে আসল, কে নকল।”
এই পোস্ট ঘিরে মার্কিন রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us