বন্ধুত্ব কি ভাঙতে চলেছে? ভারতকে বড় ধাক্কা দিতে চলেছেন ট্রাম্প, ২৫% শুল্কের হুঁশিয়ারি!

ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বসানোর হুমকি দিয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
trump

নিজস্ব সংবাদদাতা: ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি এখনও চূড়ান্ত হয়নি— তারমধ্যেই বিস্ফোরক মন্তব্য করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ১ আগস্টের নির্ধারিত সময়সীমা এগিয়ে এলেও এখনও চুক্তি সম্পূর্ণ হয়নি। এমনকি আলোচনা সফল না হলে ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক বসানোর হুঁশিয়ারিও দেন তিনি।

স্কটল্যান্ডে গলফ খেলার পাশাপাশি একাধিক বৈঠক শেষ করে ফেরার সময় ট্রাম্প বলেন, “চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। ভারত আমার বন্ধু, ওরা আমার অনুরোধেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ থামিয়েছিল। কিন্তু সত্যি বললে, ভারত বিশ্বের মধ্যে অন্যতম বেশি আমদানি শুল্ক ধার্য করে থাকে।”

Modi

তিনি আরও বলেন, “যদি চুক্তি না হয়, তাহলে ২৫% পর্যন্ত ট্যারিফ বসবে।” সাংবাদিকরা যখন জানতে চান, আমদানি শুল্ক কি ২০ থেকে ২৫ শতাংশের মধ্যে হতে পারে, তখন ট্রাম্প স্পষ্ট বলেন, “হ্যাঁ, আমি তাই ভাবছি।”

গত কয়েক সপ্তাহ ধরেই ট্রাম্প বারবার দাবি করে আসছিলেন যে, ভারত ও আমেরিকার মধ্যে একটি বড় বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত। কিন্তু ১ আগস্টের ডেডলাইনের ঠিক আগেই তাঁর এই বক্তব্য চাঞ্চল্য ছড়িয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মহলে। ওয়াশিংটনের কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এই মন্তব্য কি চাপ সৃষ্টি করার কৌশল, না কি দুই দেশের মধ্যে সত্যিই কোনও মতপার্থক্য রয়েছে?

বিশেষজ্ঞদের মতে, এই হুঁশিয়ারি ভারতের অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে, কারণ আমেরিকা ভারতের অন্যতম বৃহৎ রপ্তানি বাজার। এমন পরিস্থিতিতে আগামী ২৪ ঘণ্টায় ভারত সরকার কী পদক্ষেপ নেয়, তার দিকেই নজর গোটা বিশ্বের।