ট্রাম্পের মুখে তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত! রাশিয়াকে নিয়ে বিতর্কিত মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য— রাশিয়ার শক্তি, জেলেনস্কিকে সতর্কবার্তা এবং মার্কিন শান্তি-প্রস্তাবের সময়সীমা নিয়ে চাঞ্চল্য।

author-image
Tamalika Chakraborty
New Update
trump


নিজস্ব সংবাদদাতা: রাশিয়া-উক্রেন যুদ্ধকে ঘিরে ফের বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, এই মুহূর্তে রাশিয়া অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে। দেশের আকার, সামরিক ক্ষমতা এবং কৌশলগত প্রভাব— সব মিলিয়ে মস্কোকে “অনেক বড় প্লেয়ার” বলে উল্লেখ করেন তিনি।

ট্রাম্প বলেন, “রাশিয়া তো অনেক বড় দেশ… আমি প্রেসিডেন্ট না থাকলে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধই লেগে যেত। কিন্তু এখন পরিস্থিতি খুব জটিল। ইউরোপও ব্যাপারটা ঠিকমতো সামলাতে পারছে না।”

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়েও কড়া মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, যুদ্ধের বর্তমান পরিস্থিতি বুঝে জেলেনস্কিকে কিছু বিষয় ‘মেনে নিতে’ হবে। তাঁর কথায়, “ওঁকে এখন আরও বাস্তববাদী হতে হবে। কিছু বিষয় স্বীকার করার সময় এসেছে।”

donald trump

ট্রাম্প আরও দাবি করেন, ইউক্রেন বহুদিন ধরেই কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চল হারিয়েছে। “অনেক আগেই তারা এক বড় সমুদ্রতীরবর্তী এলাকা হারিয়েছে। এটাকে কখনই জয় বলা যায় না,” মন্তব্য তাঁর।

এই সব বক্তব্যের মাঝেই একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ওয়াশিংটনের প্রস্তাবিত শান্তি-পরিকল্পনার বিষয়ে জেলেনস্কিকে মার্কিন কূটনীতিকরা মাত্র কয়েকদিনের সময় দিয়েছেন। এতে কিয়েভ-ওয়াশিংটন সম্পর্ক নিয়েও নতুন প্রশ্ন উঠছে।