‘শান্তি চুক্তি না মানলে দুঃখজনক সমাপ্তি’—হামাসকে কড়া বার্তা ট্রাম্পের

গাজা শান্তি চুক্তি নিয়ে হামাসকে ট্রাম্পের চরম আলটিমেটাম—‘তিন-চার দিনের মধ্যে সিদ্ধান্ত নাও।’

author-image
Tamalika Chakraborty
New Update
trump

নিজস্ব সংবাদদাতা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সরাসরি হুঁশিয়ারি দিলেন হামাসকে। গাজার যুদ্ধ থামাতে তাঁর প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত নিতে মাত্র তিন থেকে চার দিন সময় বাকি আছে বলে সতর্ক করেছেন তিনি। নাহলে পরিণতি হবে ভয়াবহ।

হোয়াইট হাউস থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, “হামাস এটা করবে অথবা করবে না। যদি না করে, তবে খুব দুঃখজনক এক সমাপ্তি হবে।” তাঁর দাবি, ইসরায়েল ও আরব বিশ্বের একাধিক নেতা ইতিমধ্যেই পরিকল্পনায় সায় দিয়েছেন। এখন কেবল হামাসের সম্মতির অপেক্ষা। আলোচনার সুযোগ কতটা আছে জানতে চাইলে ট্রাম্প স্পষ্ট বলেন— “খুব বেশি নয়।”

donald trump ass

এই আলটিমেটাম এসেছে ঠিক একদিন পর, যখন ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যৌথভাবে হোয়াইট হাউসে দাঁড়িয়ে প্রকাশ করেছিলেন এক বিশদ ২০ দফা শান্তি রূপরেখা। পরিকল্পনার লক্ষ্য— তৎক্ষণাৎ যুদ্ধবিরতি ও গাজার ভবিষ্যৎ প্রশাসনের পথ নির্ধারণ।

হোয়াইট হাউসের ভাষ্য অনুযায়ী, এই চুক্তি একইসঙ্গে যুদ্ধবিরতির সমাধান এবং যুদ্ধ-পরবর্তী শাসন কাঠামোর খসড়া। শর্ত অনুযায়ী, ইসরায়েল ও হামাস একসঙ্গে প্রস্তাব মেনে নিলেই যুদ্ধ বন্ধ হবে। ইসরায়েলি সেনা ধীরে ধীরে সরে আসবে। বদলে হামাসকে ৭২ ঘণ্টার মধ্যে সব বন্দি মুক্ত করতে হবে। আর ইসরায়েলকে ছেড়ে দিতে হবে আটক ব্যক্তিদের—যার মধ্যে রয়েছে নারী ও শিশুরাও, যাঁরা ৭ অক্টোবর ২০২৩ থেকে বন্দি আছেন।

গোটা বিশ্ব নজর রাখছে এই আলটিমেটামের দিকে। এখন দেখার, হামাসের সিদ্ধান্তে গাজার ভবিষ্যৎ কোন পথে মোড় নেয়।