/anm-bengali/media/media_files/2025/05/14/Cpqf2zucfsmk3M4JGbfZ.jpg)
নিজস্ব সংবাদদাতা: শুক্রবার হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে বিস্ফোরক দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক সংঘাত ঠেকাতে তিনি ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করেছিলেন এবং উভয় দেশের উপর সমস্ত রকম বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েই এই উত্তেজনা প্রশমিত করেন।
ট্রাম্প দাবি করেন, গত মাসে ভারত-পাকিস্তানের মধ্যে সেনা টানাপোড়েন যখন চরমে পৌঁছেছিল, তখন তিনি বড় ভূমিকা পালন করেছেন সেই সঙ্কটের সমাধানে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/14/dZeK504ArQWIgmyXBXni.jpg)
"আমরা দুর্দান্ত কাজ করেছি। ভারত-পাকিস্তান — এটা হয়তো পারমাণবিক পর্যায়ে পৌঁছে যেত। আমরা সেটি ঠেকাতে পেরেছি। আমি জানি না, এর আগে কোনও প্রেসিডেন্ট এতটা কিছু করেছেন কিনা,"— বলেন ট্রাম্প।
এই মন্তব্যে আবারও আন্তর্জাতিক রাজনীতিতে আলোড়ন সৃষ্টি হয়েছে। যদিও ট্রাম্প এর আগেও একাধিকবার নিজেকে ভারত-পাকিস্তান সম্পর্কের ‘মধ্যস্থতাকারী’ হিসেবে তুলে ধরেছেন, তবে এবার তিনি সরাসরি 'পারমাণবিক যুদ্ধ' ঠেকানোর কৃতিত্ব দাবি করায় বিতর্ক আরও গাঢ় হল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us