ট্রাম্প কি টেসলা নিষিদ্ধ করলেন? ভাইরাল ভিডিওর সত্যিটা জানলে চমকে যাবেন!

একটি ভাইরাল ভিডিওতে ট্রাম্পকে আমেরিকায় টেসলাকে নিষিদ্ধ করতে শোনা যায়। কিন্তু এর নেপথ্যের কারণ জানেন কী?

author-image
Tamalika Chakraborty
New Update
donald Trump and elon musk

নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি টেসলার উৎপাদনে তৎক্ষণাৎ নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন। ভিডিওটিতে দেখা যায়, ট্রাম্প এলন মাস্ককে “সাপ” বলে কটাক্ষ করছেন এবং বলছেন, “আমি আর এই দেশে তাঁকে টাকা রোজগার করতে দেব না।”

তবে এই ভিডিওটি সম্পূর্ণ ভুয়ো এবং এআই-র সাহায্যে তৈরি, এমনটাই জানিয়েছে ‘কুইন্ট’। ভিডিওতে ট্রাম্প আরও বলছেন, টেসলা নাকি “জাঙ্ক কার”, মানে একেবারে আবর্জনার মতো গাড়ি, যেটা শুধুই “নার্ড”দের জন্য। তিনি দাবি করেন, শুধুমাত্র মাস্ককে ২০২৪ সালের নির্বাচনে নিজের পক্ষে আনার জন্যই তিনি একটা টেসলা কিনেছিলেন।

কিন্তু বাস্তবে কোনও বড় সংবাদমাধ্যম এই ধরনের কোনও নিষেধাজ্ঞার খবর প্রকাশ করেনি। একটি রিপোর্টে বলা হয়েছে, ট্রাম্প এখন আর টেসলা মডেল এস গাড়ি রাখতে চান না, যা তিনি আগে কিনেছিলেন। কিন্তু সেখানে কোথাও টেসলা উৎপাদনে কোনও সরকারি নিষেধাজ্ঞার উল্লেখ নেই।

g

ফ্যাক্টচেকাররা যখন ভিডিওটি যাচাই করতে বিভিন্ন AI শনাক্তকরণ টুল ব্যবহার করেন, তখন Hive Moderation এই ভিডিওটিকে ৯৯.৮% AI-জেনারেটেড বলে চিহ্নিত করে। বিশেষ করে ভিডিওর অডিও অংশে অত্যন্ত পরিশীলিত ভয়েস ক্লোনিং-এর প্রমাণ পাওয়া যায়।

আরও একটি টুল Contrails.ai বিশ্লেষণে জানায়, ভিডিও ও অডিও—দুই অংশেই স্পষ্টভাবে এডিটিং-এর ছাপ রয়েছে। ট্রাম্পের ঠোঁট ও মাথার চলাচল অস্বাভাবিক, এবং অডিওতে তার স্বর অনেকটাই মিল থাকলেও ছিল একঘেয়ে এবং গতিশীলতার অভাব।

 

এই ভিডিওটি যখন এক্স (পূর্বতন টুইটার)-এ পোস্ট করা হয়, তখন ইউজারদের পক্ষ থেকে “কমিউনিটি নোট” যোগ করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, “এই ভিডিওটি AI-জেনারেটেড, বাস্তবতার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।”

সুতরাং স্পষ্ট—ডোনাল্ড ট্রাম্প কখনোই টেসলার উৎপাদন নিষিদ্ধ করেননি। যে ভিডিও ভাইরাল হয়েছে, তা সম্পূর্ণ নকল ও বিভ্রান্তিকর, এবং সাধারণ মানুষকে ভুল বোঝাতে AI-এর মাধ্যমে তৈরি করা হয়েছে।