নেতানিয়াহুর গোপন ছক ফাঁস! ট্রাম্পের স্টপ অর্ডারে রক্ষা পেল খামেনেই?

ইসরায়েলের খামেনেইকে হত্যার পরিকল্পনা আটকে দিলেন ট্রাম্প!

author-image
Tamalika Chakraborty
New Update
g

নিজস্ব সংবাদদাতা: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সেই পরিকল্পনায় সায় দেননি, যেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইকে হত্যা করার কথা ছিল। দুইজন শীর্ষ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন—ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দেন, “ইরান এখনও কোনও আমেরিকানকে হত্যা করেনি। ওরা যদি তা করে, তাহলে কথা হবে। তার আগে রাজনৈতিক নেতৃত্বকে টার্গেট করার প্রশ্নই ওঠে না।”

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যখন এই রিপোর্ট সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তিনি সরাসরি মন্তব্য এড়িয়ে গিয়ে বলেন, “অনেক ভুয়া রিপোর্ট ঘুরছে—অনেক কথোপকথনের কথা বলা হচ্ছে যেগুলো আদৌ কখনও হয়নি। আমি এ বিষয়ে কিছু বলব না।”

khameni

তবে নেতানিয়াহু এটুকু বলেন, “আমরা যা দরকার, তা করব। আর আমেরিকাও জানে তাদের জন্য কী ভালো।”

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের পরমাণু কর্মসূচি থামাতে ইসরায়েলের বড় ধরনের সামরিক অভিযানের পর থেকেই ওয়াশিংটন এবং তেল আবিবের মধ্যে নিয়মিত যোগাযোগ চলছে। যদিও ট্রাম্প সরাসরি সিদ্ধান্ত জানিয়েছেন কিনা, তা স্পষ্ট নয়, তবে সূত্র বলছে তিনি সংকট চলাকালীন নিয়মিত নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ রেখেছেন।