আমেরিকায় ভারতীয়ের শিরশ্ছেদ! ট্রাম্পের বিস্ফোরক বার্তা—“অবৈধ অভিবাসীদের রেহাই নেই”

ভারতীয়ের শিরশ্ছেদের পরেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প।

author-image
Tamalika Chakraborty
New Update
Indian origin a


নিজস্ব সংবাদদাতা: আমেরিকার টেক্সাসের ডালাস শহরে ঘটেছে এক নৃশংস হত্যাকাণ্ড। ৫০ বছর বয়সি ভারতীয় নাগরিক চন্দ্র নাগমল্লাইয়াকে তাঁর স্ত্রী ও ছেলের সামনে শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটে শহরের একটি মোটেলে।

পুলিশের দাবি, এই ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটিয়েছে কিউবা থেকে আসা এক অবৈধ অভিবাসী, যিনি আগেও বহু অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্পষ্ট জানিয়েছেন, “আমাদের প্রশাসন অবৈধ অভিবাসী অপরাধীদের প্রতি আর নরম হবে না।”

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লিখেছেন, “চন্দ্র নাগমল্লাইয়া ডালাসের একজন সম্মানিত মানুষ ছিলেন। তাঁকে নৃশংসভাবে হত্যা করেছে এমন এক অপরাধী, যে কখনোই আমেরিকায় থাকার যোগ্য ছিল না।”

Gv6lIfAXEAAdzPq

ট্রাম্প আরও অভিযোগ করেন, ওই অভিযুক্ত ব্যক্তি অতীতে শিশু যৌন নির্যাতন, গাড়ি চুরি এবং জবরদস্তি আটকে রাখার মতো গুরুতর অপরাধে গ্রেপ্তার হয়েছিল। কিন্তু জো বাইডেন প্রশাসনের অদক্ষতার কারণে এবং কিউবা তাকে ফেরত নিতে রাজি না হওয়ায়, সে আবার মুক্তভাবে আমেরিকায় ঘুরছিল।

তিনি কড়া ভাষায় সতর্ক করে বলেন, “আমার আমলে অবৈধ অভিবাসী অপরাধীদের প্রতি নরম নীতি শেষ। আমরা আমেরিকাকে আবার নিরাপদ করব।”

ট্রাম্প জানিয়েছেন, তাঁর প্রশাসন ইতিমধ্যেই স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব ক্রিস্টি নোম, অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এবং বর্ডার প্রধান টম হোম্যানের নেতৃত্বে কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে।