/anm-bengali/media/media_files/2025/08/10/tel-aviv-protest-2025-08-10-07-30-05.jpg)
নিজস্ব সংবাদদাতা: শনিবার গভীর রাতে তেল আবিব যেন রূপ নিল এক সমুদ্রসম জনস্রোতে। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে তীব্র কণ্ঠে প্রতিবাদ জানালেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গাজা যুদ্ধ আরও তীব্র করার পরিকল্পনার বিরুদ্ধে। প্রায় দুই বছর ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান চেয়ে এবং গাজায় আটক বন্দিদের মুক্তির দাবিতে গর্জে উঠল শহর।
বিক্ষোভের আগের দিনই প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, নিরাপত্তা মন্ত্রিসভা—যেখানে রয়েছেন মাত্র কয়েকজন শীর্ষমন্ত্রী—সিদ্ধান্ত নিয়েছে গাজা সিটি দখল করবে সেনারা। এর ফলে ফিলিস্তিনি ভূখণ্ডে ইতিমধ্যেই বিধ্বস্ত অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। সেনাবাহিনীও সতর্ক করেছে—এ পদক্ষেপ গাজায় আটক বন্দিদের জীবনের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/NpZyXl2JuxS2Pmp6Rnto.jpg)
বিক্ষোভে অংশ নিয়ে আবেগভরা কণ্ঠে বক্তব্য রাখেন লিশাই মিরান লাভি, যিনি গাজায় বন্দি ওমরি মিরানের স্ত্রী। তিনি কেঁদে ফেলেন মঞ্চে দাঁড়িয়েই, বলেন—“এটা কেবল সামরিক সিদ্ধান্ত নয়, এটি আমাদের সবচেয়ে প্রিয়জনদের জন্য মৃত্যুদণ্ডের মতো।” তিনি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানান অবিলম্বে হস্তক্ষেপ করার জন্য, যেন যুদ্ধ থামে এবং বন্দিদের মুক্তি নিশ্চিত হয়।
সর্বশেষ জনমত জরিপও নেতানিয়াহুর বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিচ্ছে—ইসরায়েলের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনই যুদ্ধ থামাতে চান, যাতে গাজায় আটক শেষ ৫০ জন বন্দিকে মুক্ত করার পথ খুলে যায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us