যুক্তরাষ্ট্রে ঢুকতে চাইলেই পাঠানো হবে অন্য দেশে! ট্রাম্প নীতিতে ঝড় উঠল আন্তর্জাতিক মহলে!

এবার অবৈধ মার্কিন শরণার্থীদের গুয়াতেমালা-হন্ডুরাসে পাঠানো হবে।

author-image
Tamalika Chakraborty
New Update
america handuras

নিজস্ব সংবাদদাতা: মার্কিন যুক্তরাষ্ট্র, গুয়াতেমালা ও হন্ডুরাসের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে— যার ফলে এখন থেকে এই দুই সেন্ট্রাল আমেরিকান দেশ আশ্রয়প্রার্থীদের জন্য বিকল্প গন্তব্য হিসেবে কাজ করতে পারে। বৃহস্পতিবার সেন্ট্রাল আমেরিকা সফরের শেষে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম এই ঘোষণা করেন।

এই চুক্তির ফলে এমন মানুষদের, যারা যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়ার পরিকল্পনা করছিলেন, তাদের নিজের দেশ ছাড়াও তৃতীয় কোনও দেশে পাঠিয়ে দেওয়ার সুযোগ পাবে মার্কিন প্রশাসন। এতে অভিবাসন প্রক্রিয়ায় আরও কড়াকড়ি ও দ্রুততা আনার পথে এগোচ্ছে ট্রাম্প প্রশাসন।

Trump

ক্রিস্টি নোয়েম জানান, এই নতুন ব্যবস্থার ফলে যুক্তরাষ্ট্রে বেআইনি অনুপ্রবেশ হ্রাস পাওয়ার পাশাপাশি গুয়াতেমালা ও হন্ডুরাসের মতো দেশগুলিও আন্তর্জাতিক দায়িত্ব পালনে অংশীদার হবে।

এই সিদ্ধান্ত ঘিরে অভিবাসন বিশেষজ্ঞদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন, এটি মানবিকতার পরিপন্থী, আবার কারও মতে, এতে মার্কিন সীমান্তের উপর চাপ অনেকটাই কমবে।