নিজস্ব সংবাদদাতা: কারিবিয়ান সাগরে ঢুকে পড়ল বিশ্বের সবচেয়ে উন্নত ও শক্তিশালী মার্কিন যুদ্ধজাহাজ— USS Gerald R. Ford Carrier Strike Group। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, এই বিশাল ক্যারিয়ার গ্রুপ এখন অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের আগেই মোতায়েন থাকা বাহিনীর সঙ্গে যোগ দিচ্ছে। ট্রাম্প প্রশাসনের লক্ষ্য, তাদের ভাষায় “অপরাধী নেটওয়ার্কগুলিকে ধ্বংস করে অচল করে দেওয়া”। সেই বৃহত্তর অভিযানের অংশ হিসেবেই এই মোতায়েন।
মঙ্গলবার জেরাল্ড আর ফোর্ড দক্ষিণ আমেরিকা-কেন্দ্রিক যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড এলাকায় পৌঁছেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রধান পিট হেগসেথের নির্দেশে এই মোতায়েন কার্যকর হয়।
এই পদক্ষেপকে ঘিরে আন্তর্জাতিকভাবে উদ্বেগ বেড়েছে। কারণ ট্রাম্প প্রশাসন সাম্প্রতিক সময়ে কারিবিয়ান অঞ্চলে সামরিক সম্পদ বাড়াতে শুরু করেছে এবং সন্দেহভাজন ড্রাগ ট্রাফিকিং নৌকায় মারাত্মক হামলাও চালিয়েছে— যার কোনও বিস্তারিত ব্যাখ্যা তারা প্রকাশ করেনি। এখন মার্কিন প্রেসিডেন্ট আরও বড় পরিসরে অভিযান চালানোর পথ খুঁজছেন। সেই পরিকল্পনায় থাকতে পারে ভেনেজুয়েলার অভ্যন্তরে সরাসরি স্থল হামলা কিংবা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা।
মাদুরো ইতিমধ্যেই কড়া ভাষায় মার্কিন হস্তক্ষেপের নিন্দা করেছেন। লাতিন আমেরিকার অন্যান্য দেশও সতর্ক করছে— এই পদক্ষেপ গোটা অঞ্চলে স্থিতিশীলতা নষ্ট করতে পারে।
এদিকে মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকল আজ বলেছেন, “প্রয়োজনে আমরা প্রস্তুত”— অর্থাৎ নির্দেশ পেলেই ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র।
কারিবিয়ান সাগরে শক্তিশালী ক্যারিয়ার গ্রুপের প্রবেশে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। আন্তর্জাতিক কূটনীতিতে এখন নজর একটাই— মার্কিন নৌবাহিনীর এই ‘পাওয়ার শো’ শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us