রাশিয়ার সঙ্গে নিজেদের ব্যবসা অব্যাহত, শুধু রুশ তেল কিনলেই ভারতের ওপর চাপানো হচ্ছে শুল্কের বোঝা

ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপানো নিয়ে নয়াদিল্লি সাফ জানিয়েছে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও আমেরিকা ও ইউরোপের দেশগুলো রাশিয়ার সঙ্গে ব্যবসা অব্যাহত রেখেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
donald trump and vladimir putin

নিজস্ব সংবাদদাতা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক বসানো হতে পারে। শুধু ভারত নয়, রাশিয়া থেকে তেল কিনে এমন আরও কয়েকটি দেশের ওপরও যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক আরোপের পরিকল্পনা করছে। এর মাধ্যমে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করে ইউক্রেন যুদ্ধ থামাতে চাইছে ওয়াশিংটন।

x

তবে এই পদক্ষেপে ভারত ক্ষোভ প্রকাশ করেছে। নয়াদিল্লি জানিয়েছে, শুধু ভারতকেই টার্গেট করা অন্যায়, কারণ ইউরোপ ও আমেরিকা এখনো রাশিয়ার সঙ্গে ব্যবসা করছে।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বাণিজ্য  প্রায় ৯০% কমে গেলেও এখনো ব্যবসা পুরোপুরি বন্ধ হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিশ্লেষণ ব্যুরো ও সেনসাস ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী, শুধু গত বছরই যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে প্রায় ৩ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে।