কাতারের আকাশে হঠাৎ বিস্ফোরণ! ইরানের হামলায় কেঁপে উঠল প্রধানমন্ত্রীর বাসভবন!

কাতারে হঠাৎ ইরানের আক্রমণে কেঁপে উঠেছিল প্রধানমন্ত্রীর বাসভবন।

author-image
Tamalika Chakraborty
New Update
qatar

নিজস্ব সংবাদদাতা: ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই সোমবার হঠাৎ করে কূটনৈতিক সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে চলে আসে কাতার। এই উত্তপ্ত পরিস্থিতিতে কাতার একদিকে যেমন চরম বিস্ময়ের মুখে পড়ে, তেমনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

কাতারের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানিয়েছেন, ইরানের আকস্মিক আক্রমণে তারা চূড়ান্তভাবে বিস্মিত হয়েছেন। তিনি বলেন, যখন হামলা শুরু হয়, সেই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদের বাসভবনের কাচ কেঁপে উঠেছিল। আকাশে একের পর এক মিসাইল শুরু হয়, যা গোটা দোহার আকাশজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি করে।

missile attack

বিশেষভাবে উদ্বেগের বিষয় হল, এই প্রথমবার ইরান সরাসরি উপসাগরীয় অঞ্চলে হামলা চালাল। লক্ষ্য ছিল কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি, যেখানে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে। এই হামলায় কাতার সহ গোটা উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে চরম উদ্বেগ ও আতঙ্ক।

এই ঘটনার জেরে বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) সাধারণ নাগরিকদের ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়। দোহায় মার্কিন ও ব্রিটিশ নাগরিকদের আশ্রয় নিতে বলা হয়। এমনকি, আল-উদেইদ ঘাঁটি থেকে সরিয়ে নেওয়া হয় মার্কিন সেনাদেরও।

এই আকস্মিক হামলা শুধু কাতার নয়, গোটা উপসাগরীয় নিরাপত্তার উপরই বড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। এখন নজর কাতারের মধ্যস্থতায় কতটা শান্তি ফিরিয়ে আনা যায়, তার দিকেই।