Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/i1hM3PMqdAKFQfeFIOHE.jpg)
নিজস্ব সংবাদদাতা: ইউরোপীয় ইউনিয়নের বিদেশ নীতির প্রধান জোসেপ বোরেল ইজরায়েলের মিত্র দেশদের বিশেষভাবে আমেরিকাকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গাজায় অনেক সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে ইজরায়েলের হামলার জেরে। গত সপ্তাহে জো বাইডেন বলেছিলেন, ইজরায়েলের অভিযানের জেরে বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। ইজরায়েলের দ্রুত অভিযান বন্ধ করা উচিৎ। এই প্রসঙ্গে জোসেপ বোরেল বলেন, তিনি গাজার মানুষদের প্রতি আন্তরিক হলে ইজরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দিতে পারেন।
/anm-bengali/media/media_files/tdtBCfcHoTPo7m7UZWMf.jpeg)
/anm-bengali/media/media_files/vBAW85tAaAt262MpsET2.jpeg)
/anm-bengali/media/media_files/4JeuqkiG6RG25n1LYxVs.jpeg)
/anm-bengali/media/media_files/sXr9Wav6B5LsbSa2xQsK.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us