নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের ঢাকায় সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সোমবার সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সরকার এবং সেনাবাহিনী একে অপরের বিপরীতে অবস্থান করছে না বরং একসঙ্গে কাজ করছে।
সোমবার ঢাকার সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা এবং মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তাঁরা দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত উত্তেজনা ও রোহিঙ্গা সংকট-সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন।
/anm-bengali/media/media_files/2024/12/03/0yJ6E76Wq2M5BBg8FSVn.jpg)
বিশেষভাবে আলোচিত মায়ানমারের রাখাইন প্রদেশে "মানবিক করিডর" খোলার বিষয়ে কর্নেল শফিকুল ইসলাম বলেন, “দেশের নিরাপত্তা বিঘ্নিত হয়, এমন কোনো কাজে সেনাবাহিনী যুক্ত হবে না। আমাদের মূল দায়িত্ব জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা। সরকার যা নির্দেশ দেবে, আমরা সেটাই করবো, তবে দেশের স্বার্থের বিরোধী কোনও সিদ্ধান্ত সেনাবাহিনী নিজে থেকে নেবে না।”
এই বক্তব্যের মাধ্যমে সাম্প্রতিক সময়ে যে জল্পনা ছড়িয়েছে, "সেনাবাহিনী নাকি সরকারের পরামর্শ ছাড়াই সীমান্তে কিছু পদক্ষেপ নিচ্ছে।" তা স্পষ্টভাবে নাকচ করে দেওয়া হয়েছে।
সরকার-সেনাবাহিনী সম্পর্ক প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ব্রিগেডিয়ার জেনারেল নাজিম-উদ-দৌলা বলেন, “সরকার এবং সেনাবাহিনী পরস্পরের পরিপূরক। আমরা একসঙ্গে কাজ করি দেশের স্বার্থে। বিভেদ বা বিরোধের প্রশ্নই আসে না।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us