বাড়ির ভেতরে গুলি! মায়ের সামনে খুন ১৭ বছরের মেয়ে...পাকিস্তানে মেয়েরা কি বাঁচার অধিকার হারিয়েছে?

মায়ের সামনেই পাকিস্তানে ১৭ বছরের কিশোরীকে খুন করল এক আত্মীয়।

author-image
Tamalika Chakraborty
New Update
Pakistani teenager

নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের ইসলামাবাদে ঘটে গেল আরেকটি ভয়াবহ ঘটনা। ১৭ বছর বয়সী কিশোরী ও জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সানা ইউসুফকে সোমবার সন্ধ্যায় গুলি করে হত্যা করা হয়। অভিযোগ, এই নির্মম খুন করে একজন আত্মীয়, যিনি ওই সময় তাদের বাড়িতে অতিথি হিসেবে ছিলেন।

sana yusuf

সানাকে খুব কাছ থেকে দু’বার গুলি করা হয়। যখন গুলি চলে, তখন পাশে ছিলেন তাঁর মা ও পিসি। এক মুহূর্তে সব শেষ। সানা সেখানেই মারা যান। আততায়ী পালিয়ে যায়। পরদিন, মঙ্গলবার, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি নিশ্চিত করেন যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে খুনের অস্ত্র ও সানার মোবাইল ফোন। পুলিশ জানায়, ধৃত ব্যক্তি ২২ বছরের এক যুবক, যে দীর্ঘদিন ধরেই সানার প্রেমে প্রত্যাখ্যাত হচ্ছিল। আর সেই কারণেই সে নৃশংস খুন করেছে সানাকে।

পুলিশ সন্দেহ করছে, এটিও হতে পারে অনার কিলিং বা ‘সম্মানের’ খাতিরে খুন।