তালিবান কারাগার থেকে মুক্ত মার্কিন নাগরিক, কাতারের মধ্যস্থতায় বড় সাফল্য

তালিবানের কারিগর থেকে মুক্তি পেল মার্কিন নাগরিক।

author-image
Tamalika Chakraborty
New Update
kabul

নিজস্ব সংবাদদাতা: আফগানিস্তানে আটক থাকা এক মার্কিন নাগরিককে অবশেষে মুক্তি দিল দেশটির শাসক তালিবান সরকার। রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের জিম্মি বিষয়ক বিশেষ দূত অ্যাডাম বোহলার কাবুল সফর করার পর এই পদক্ষেপ নেওয়া হয়।

pakistan taliban

মুক্তিপ্রাপ্ত মার্কিন নাগরিকের নাম আমির আমিরি। তিনি ২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে আফগানিস্তানে বন্দি ছিলেন। কাতারের মধ্যস্থতায় তাঁর মুক্তি নিশ্চিত হয় এবং রবিবার সন্ধ্যায় তিনি দোহা যাওয়ার পথে ছিলেন বলে জানিয়েছে এক সূত্র। তবে ওই সূত্র নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে।

এই ঘটনাকে দুই দেশের মধ্যে জটিল সম্পর্কের প্রেক্ষাপটে এক বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।