তেহরিক-ই-তালিবান পাকিস্তানের দাপটে কাঁপছে ইসলামাবাদ! সীমান্তে সেনাদের পোস্ট ফাঁকা, বিস্তীর্ণ অঞ্চল দখল জঙ্গিদের

তেহরিক-ই-তালিবান পাকিস্তানের ভয়াবহ শক্তি বৃদ্ধি! ডুরান্ড লাইনের সীমান্ত পোস্ট ছেড়ে পালাচ্ছে পাকিস্তান সেনারা। জঙ্গিদের হাতে বিপুল অস্ত্রভান্ডার, ঘোষণা— “আমরা পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘ জিহাদের জন্য প্রস্তুত।” সীমান্তজুড়ে চরম উত্তেজনা ও অশান্তি।

author-image
Tamalika Chakraborty
New Update
pakistan taliban clash


নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের সীমান্তে ফের অস্থিরতা। আফগানিস্তানের সঙ্গে দীর্ঘ ২,৬৪০ কিলোমিটারজুড়ে থাকা ডুরান্ড লাইনের একাধিক সীমান্ত পোস্ট এখন প্রায় ফাঁকা। স্থানীয় সূত্রে জানা গেছে, পাকিস্তান সেনারা ভয়াবহ আতঙ্কে নিজেদের ঘাঁটি ছেড়ে পালাচ্ছে। কারণ, সীমান্তের অপর পাশে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP) বিপুল অস্ত্রভান্ডার নিয়ে তৈরি হয়ে বসেছে নতুন হামলার জন্য।

২০০৭ সালে গঠিত TTP পাকিস্তানের তালিবানপন্থী জঙ্গিদের এক ছাতার সংগঠন। তাদের মূল লক্ষ্য পাকিস্তান সরকারের পতন ঘটিয়ে কঠোর শরিয়া আইন চালু করা। গত কয়েক বছরে তারা পাকিস্তান সেনা, পুলিশ ও সাধারণ নাগরিকদের উপর শত শত হামলা চালিয়েছে।

ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের তালিবান সরকার TTP-কে আশ্রয় দিচ্ছে এবং আফগান ভূখণ্ড থেকেই তারা পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে।

pakistan army

সম্প্রতি TTP প্রকাশ্যে ঘোষণা করেছে যে তারা পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করেছে, যা দিয়ে পাকিস্তান সেনার বিরুদ্ধে দীর্ঘ মেয়াদি যুদ্ধ চালিয়ে যেতে পারবে। খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলা থেকে এক স্থানীয় কমান্ডার বলেন, “আমাদের হাতে এখন যথেষ্ট অস্ত্র আছে। আমরা পাকিস্তান সেনার বিরুদ্ধে জিহাদ চালিয়ে যেতে পারব যতদিন প্রয়োজন।”

এই ঘোষণা সামনে আসার পর থেকেই সীমান্ত এলাকায় ভয়াবহ উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের মতে, একের পর এক সীমান্ত চৌকি এখন ফাঁকা, কারণ পাকিস্তান সেনারা মনে করছে তারা অস্ত্রে পিছিয়ে পড়ছে। সীমান্ত অঞ্চলে এখন দাপিয়ে বেড়াচ্ছে TTP-র জঙ্গিরা।

বিশেষজ্ঞদের মতে, ডুরান্ড লাইনে পাকিস্তানের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ছে, আর সেটাই ইসলামাবাদের জন্য বড় বিপদ। সীমান্তে এই উত্তেজনা আরও বাড়লে তা সরাসরি আফগান-পাকিস্তান সম্পর্ককেও বিপর্যস্ত করতে পারে।