/anm-bengali/media/media_files/2025/11/19/china-army-2025-11-19-07-15-45.png)
নিজস্ব সংবাদদাতা: তাইওয়ানের ২ কোটি ৩০ লক্ষ মানুষ এই সপ্তাহেই সরকারের কাছ থেকে হাতে পাচ্ছেন এক বিশেষ নির্দেশিকা—একটি ছোট বই, যেখানে লেখা আছে প্রাকৃতিক বিপর্যয় থেকে শুরু করে জরুরি অবস্থা, এমনকি চীনের সম্ভাব্য হামলা হলে কীভাবে বাঁচবেন, কী করবেন, কোথায় যাবেন। মঙ্গলবার এই ঘোষণা করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক।
গত সেপ্টেম্বরেই এই নির্দেশিকা প্রথম প্রকাশ্যে আনা হয়েছিল। সেখানে বিস্তারিত জানানো আছে ঘরে কতটুকু জরুরি খাদ্য-মজুত রাখবেন, পরিবারের জন্য কী কী জিনিস গো–ব্যাগে তৈরি রাখবেন, আর যদি কখনও শত্রু সেনার সামনে পড়েন তাহলে কীভাবে নিজেকে নিরাপদ রাখবেন।
সবচেয়ে নজরকাড়া অংশটি হল সম্ভাব্য চীনা আক্রমণ নিয়ে। নির্দেশিকায় স্পষ্ট করে লেখা হয়েছে—যুদ্ধ শুরু হলে যদি কেউ দাবি করে যে তাইওয়ান সরকার আত্মসমর্পণ করেছে বা দেশ হেরে গেছে, তাহলে সেই তথ্য সম্পূর্ণ মিথ্যা। সরকার মানুষকে আতঙ্কিত না হয়ে সরকারি ঘোষণার উপর ভরসা রাখতে বলেছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/19/chinasssssssssss-2025-11-19-07-16-08.png)
তাইওয়ান নিজেকে স্বাধীন গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচালনা করলেও, চীন এখনও দ্বীপটিকে নিজেদের অংশ বলে মনে করে। প্রেসিডেন্ট শি চিনপিং-এর আমলে বেজিং বারবারই বলেছে, প্রয়োজনে বলপ্রয়োগ করেও তাইওয়ানকে তারা দখল করবে। সেই সঙ্গে বাড়ানো হয়েছে সামরিক চাপ—প্রায় প্রতিদিনই তাইওয়ানের চারপাশে চীনা যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ চক্কর কাটছে।
এই রাজনৈতিক উত্তেজনার মধ্যেই তাইওয়ানের নাগরিকদের হাতে পৌঁছে যাচ্ছে এই ‘বেঁচে থাকার বই’। সরকারের দাবি, এটি কোনও আতঙ্ক ছড়ানোর জন্য নয়, বরং বিপদের সময় দেশের মানুষ যেন প্রস্তুত থাকে সেই কারণেই এই পদক্ষেপ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us