হাতের লেখা নোটে ফাঁস হলো ষড়যন্ত্র! চার্লি কার্ককে খুনের স্বীকারোক্তি রবিনসনের

হাতের লেখা নোটে চার্লি কার্ককে খুনের কথা স্বীকার করেছিলেন রবিনসন।

author-image
Tamalika Chakraborty
New Update
Charlie clerk murderer

নিজস্ব সংবাদদাতা: আমেরিকার রক্ষণশীল কর্মী চার্লি কার্ককে হত্যার নেপথ্যে উঠে আসছে এক চাঞ্চল্যকর তথ্য। প্রসিকিউটরদের দাবি, অভিযুক্ত টাইলার রবিনসন তার ট্রান্সজেন্ডার সঙ্গীকে পাঠানো একাধিক টেক্সট মেসেজে স্বীকার করেছে যে, সে-ই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

চার্লি কার্ক, বয়স মাত্র ৩১, ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’-এর প্রতিষ্ঠাতা। গত সপ্তাহে তিনি তার ‘আমেরিকান কামব্যাক ট্যুর’-এ বক্তৃতা দিচ্ছিলেন, ঠিক সেই সময় গুলি লাগে তার গলায়। এক দূর থেকে স্নাইপার রাইফেলের একমাত্র গুলিতেই মৃত্যু হয় তার।

মharlie kirk

আদালতে জমা দেওয়া নথি অনুযায়ী, ২২ বছরের রবিনসন হত্যার পরিকল্পনা করেছিল পুরো এক সপ্তাহ ধরে। শুধু তাই নয়, ঘটনাস্থলে একটি হাতের লেখা নোটও উদ্ধার হয়েছে, যেখানে খুনের ইঙ্গিত স্পষ্টভাবে লেখা ছিল।

এই হত্যাকাণ্ডে এখনো পর্যন্ত আমেরিকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রসিকিউশন দাবি করছে, রবিনসনের টেক্সট মেসেজ আর হাতে লেখা নোটই প্রমাণ করছে তার ঠান্ডা মাথায় সাজানো হত্যার ষড়যন্ত্র।