নিজস্ব সংবাদদাতা: প্রায় ৪০ বছর পর ফের একবার মহাকাশে পা রাখতে চলেছেন একজন ভারতীয় মহাকাশচারী। তবে আপাতত একটু অপেক্ষা। খারাপ আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে পিছিয়ে গেল Axiom-4 মহাকাশ মিশন। আজ, মঙ্গলবার উড়ান হওয়ার কথা থাকলেও ইসরো জানিয়েছে, মিশন এখন হবে ১১ জুন, বুধবার। ভারতীয় সময় অনুযায়ী বিকেল সাড়ে ৫টায় উৎক্ষেপণ করা হবে স্পেসক্রাফটটি।
এই মিশনে অংশ নিচ্ছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। ১৯৮৪ সালে রাকেশ শর্মার পর এই প্রথম কোনও ভারতীয় মহাকাশচারী সক্রিয়ভাবে কোনও আন্তর্জাতিক মহাকাশ অভিযানে অংশ নিচ্ছেন। পাইলট হিসেবে শুভাংশুর ভূমিকা এই মিশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর এই যাত্রা ভারতের জন্য ঐতিহাসিক, কারণ এই প্রথমবার কোনও ভারতীয় নাগরিক ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে (ISS) প্রবেশ করতে চলেছেন।
এই অভিযানে শুভাংশুর সঙ্গে থাকবেন আরও তিনজন মহাকাশচারী—হাঙ্গেরি ও পোল্যান্ডের একজন করে মহাকাশচারী এবং অভিজ্ঞ মার্কিন মহাকাশচারী পেগি হুইটসন, যিনি মিশনের কমান্ডার। পেগির মহাকাশে কাটানো সময় ৬৭৫ দিনেরও বেশি। সব মিলিয়ে এটি এক আন্তর্জাতিক, গুরুত্বপূর্ণ অভিযান।
/anm-bengali/media/media_files/2025/06/10/D8ybnhrnCXEH1gWxOaw8.JPG)
ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে স্পেসক্রাফটটি। উৎক্ষেপণের প্রায় ২৮ ঘণ্টা পরে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্পেশ স্টেশনে পৌঁছবে এটি। তারপর ডকিং বা সংযোগ প্রক্রিয়া সম্পন্ন হতে আরও প্রায় ২ ঘণ্টা সময় লাগবে।
এই অভিযানে মহাকাশ স্টেশনে গিয়ে একাধিক বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন শুভাংশু শুক্লা। তাঁকে গগনযান মিশনের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল এবং তারই অংশ হিসেবে এই আন্তর্জাতিক অভিযানে সুযোগ পেয়েছেন তিনি। মনে করা হচ্ছে, এই অভিজ্ঞতা ভারতের আসন্ন গগনযান মিশনের পথ আরও মসৃণ করবে।
শুভাংশুর এই যাত্রা শুধু ভারতের জন্য গর্বের নয়, ভবিষ্যতের চন্দ্রাভিযানের প্রস্তুতির দিক থেকেও এক ‘মাইলস্টোন’ হয়ে থাকবে।