জনসংখ্যা কমছে, সেনাবাহিনী ভেঙে পড়ছে! ক্রমেই ভেঙে পড়ছে দক্ষিণ কোরিয়াস সেনাবাহিনী

জন্মহার কমার জেরে দক্ষিণ কোরিয়ায় সেনার সংখ্যা কমতে শুরু করেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
south korea army q

নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ কোরিয়ায় জন্মহার গত এক দশক ধরে ক্রমেই কমছে, আর এর প্রভাব এখন স্পষ্টভাবে পড়ছে সেনাবাহিনীতে। নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ছয় বছরে দক্ষিণ কোরিয়ার সেনা সদস্যের সংখ্যা ২০ শতাংশ কমে গেছে। এর প্রধান কারণ হলো নতুন প্রজন্মের সংখ্যা কমে যাওয়া, যা দেশের কর্মক্ষম জনশক্তিকে সংকটে ফেলছে এবং বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত বাড়াচ্ছে।

south korea army

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রিপোর্টে বলা হয়েছে, সেনা সদস্য কমে যাওয়ার পেছনে বিভিন্ন জটিল কারণ রয়েছে। এর মধ্যে প্রধান হলো জনসংখ্যা হ্রাস এবং তরুণদের সেনাবাহিনীতে অফিসার হওয়ার আগ্রহ কমে যাওয়া। রিপোর্টে স্পষ্ট করে কিছু বলা হয়নি, তবে আগের গবেষণা ও জরিপে দেখা গেছে, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীতে কর্মপরিবেশ অনেক কঠিন এবং কঠোর শৃঙ্খলাজনিত সমস্যার কারণে তরুণরা অনাগ্রহী হচ্ছে।

সংখ্যা অনুযায়ী, ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীতে যেখানে ৫ লাখ ৬৩ হাজার সৈন্য ছিল, এখন সেই সংখ্যা নেমে এসেছে মাত্র ৪ লাখ ৫০ হাজারে।

রিপোর্টে সতর্ক করা হয়েছে যে, যদি সেনাবাহিনীর সদস্য সংখ্যা এভাবে কমতেই থাকে, তবে দেশটির জন্য দক্ষ জনশক্তি সংগ্রহ করা কঠিন হয়ে পড়বে এবং সামরিক সরঞ্জাম পরিচালনায় বড় সীমাবদ্ধতা তৈরি হবে।

এই খবরটি এমন এক সময়ে এলো, যখন দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বড় ভূমিকা রাখছে এবং দেশটিতে বিপুল সংখ্যক মার্কিন সেনা অবস্থান করছে। এছাড়া ওয়াশিংটনের সঙ্গে দক্ষিণ কোরিয়ার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি রয়েছে।