সুগন্ধ নয়, মৃত্যুর গন্ধ! তুরস্কে পারফিউম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যু

তুরস্কের কোজায়েলি প্রদেশে ভয়াবহ বিস্ফোরণের পর পারফিউম ডিপোতে আগুন লাগে। ঘটনায় মৃত্যু হয়েছে ছয়জনের, আহত এক। সকাল ৯টার দিকে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। গভর্নর ইলহামি আক্তাস জানিয়েছেন, আগুনের কারণ এখনও অজানা। তদন্ত চলছে।

author-image
Tamalika Chakraborty
New Update
breaking new 2


নিজস্ব সংবাদদাতা: তুরস্কে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল ছ’জনের। শনিবার সকালে তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের কোজায়েলি প্রদেশে একটি পারফিউম সংরক্ষণাগারে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে।

স্থানীয় সময় সকাল প্রায় ন’টার দিকে একাধিক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। এরপর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ডিপো জুড়ে। স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বিস্ফোরণের পরেই ভয়াবহ আগুনে পুড়ে যায় ভবনের বড় অংশ।

দমকল ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে প্রায় এক ঘণ্টার মধ্যে। তবে ততক্ষণে ছয়জনের মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

dead

প্রদেশের গভর্নর ইলহামি আক্তাস সাংবাদিকদের জানান, “আমরা ছয়টি মৃতদেহ উদ্ধার করেছি। একজন আহত হয়েছেন, চিকিৎসা চলছে।” তিনি আরও বলেন, আগুনের কারণ এখনো স্পষ্ট নয় এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

স্থানীয়দের দাবি, বিস্ফোরণের পর এত দ্রুত আগুন ছড়িয়ে পড়ে যে অনেকে বেরোতেই পারেননি। আশপাশের কয়েকটি দোকান ও বাড়িও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

এখনও পর্যন্ত পুলিশ সুনির্দিষ্টভাবে জানাতে পারেনি যে, বিস্ফোরণটি দুর্ঘটনাজনিত নাকি অবহেলার ফল। তবে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে, এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন।