/anm-bengali/media/media_files/1000061383.jpg)
নিজস্ব সংবাদদাতা: ব্রিটেনের ওল্ডবেরিতে এক তরুণী শিখ মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশের জানানো তথ্যে, দু’জন শ্বেতাঙ্গ পুরুষ তাঁকে শুধু ধর্ষণই করেনি, বরং বর্ণবিদ্বেষী গালিও দিয়েছে। হামলার সময় তাঁকে বলা হয়—“তোমার দেশে ফিরে যাও।”
ঘটনাটি ঘটে গত মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে, টেম রোডের কাছাকাছি এলাকায়। ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, তাঁরা ঘটনাটিকে ‘বর্ণবিদ্বেষপ্রসূত যৌন অপরাধ’ হিসেবে দেখছেন। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ ও ফরেনসিক প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে অভিযুক্তদের চিহ্নিত করতে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুই হামলাকারী শ্বেতাঙ্গ পুরুষ—একজনের মাথা পুরো কামানো, গায়ে কালো সুইটশার্ট, আর অন্যজন পরেছিল ধূসর রঙের পোশাক।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/29/rape-w-2025-06-29-20-18-45.jpg)
এই ভয়ঙ্কর অপরাধে শিখ সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। পুলিশও স্বীকার করেছে যে জনরোষ একেবারেই স্বাভাবিক। এলাকায় টহল আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে তারা।
ব্রিটিশ সংসদ সদস্য প্রীত কৌর গিল তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, “এটি চরম সহিংসতা এবং বর্ণবিদ্বেষমূলক আক্রমণ। তিনি এখানকারই নাগরিক—এখানেই তাঁর থাকার অধিকার আছে। প্রত্যেক সম্প্রদায়ের মানুষের নিরাপদ ও সম্মানিতভাবে থাকার অধিকার রয়েছে। ওল্ডবেরি হোক বা ব্রিটেনের অন্য কোথাও—বর্ণবাদ ও নারী-বিদ্বেষের কোনো জায়গা নেই।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us