'ছেলেকে নিয়ে ভয় নয়, গর্বই আমাদের শক্তি!’—ISS-এ পা রাখা প্রথম ভারতীয় শুভাংশুকে নিয়ে মা আশার বার্তা

ছেলেকে নিয়ে আবেগে ভাসলেন শুভাংশু শুক্লার মা।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
shubanshu shukla in airspace

নিজস্ব সংবাদদাতা: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (ISS) উদ্দেশ্যে যাত্রা করা গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার এই ঐতিহাসিক মহাকাশ অভিযানে পুরো দেশ যেমন গর্বিত, তেমনি তাঁর পরিবারও আবেগে আপ্লুত। লখনউয়ে তাঁদের বাড়িতে এখন শুধুই গর্ব আর আনন্দের পরিবেশ।

শুভাংশুর মা আশা শুক্লা এক আবেগঘন প্রতিক্রিয়ায় জানান, “এই অনুভূতিটা শব্দে বোঝানো অসম্ভব… আমাদের একটুও ভয় নেই শুভাংশুর জন্য… আমরা খুবই খুশি, ওর জন্য আমরা গর্বিত।”

shubanshu shukla

তিনি বলেন, ছোটবেলা থেকেই শুভাংশুর মধ্যে ছিল কিছু আলাদা। তাঁর নিষ্ঠা, অধ্যবসায় এবং স্বপ্নকে আঁকড়ে ধরার ক্ষমতা আজ তাঁকে পৌঁছে দিয়েছে পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে মহাশূন্যের দ্বারে।

লখনউয়ের আকাশে এখন যেন এক নতুন সূর্য উদিত হয়েছে, যেখানে প্রতিটি পরিবারের মুখে একটিই নাম—শুভাংশু শুক্লা। এই যাত্রা কেবল এক ব্যক্তির নয়, এটি কোটি কোটি ভারতীয়ের স্বপ্নপূরণের প্রতীক।