/anm-bengali/media/media_files/2025/07/10/shubhanshu-shukla_648511f4efc9001473226495b1ee3067-2025-07-10-22-05-21.webp)
নিজস্ব সংবাদদাতা: চার দশকের দীর্ঘ অপেক্ষার পর আবার এক ভারতীয় মহাকাশচারীর পদার্পণ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ২৬ জুন আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছন। প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখার পাশাপাশি, রাকেশ শর্মার পর তিনি হলেন দ্বিতীয় ভারতীয় যিনি মহাকাশে গিয়েছেন। তাঁর ১৪ দিনের মহাকাশ অভিযান শেষ হওয়ার কথা ছিল ১০ জুলাই। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও পৃথিবীতে ফিরলেন না তিনি। ফলত দেশজুড়ে ছড়িয়ে পড়ে উদ্বেগ এবং জল্পনা—মহাকাশেই কি আটকে পড়লেন শুভাংশু শুক্লা?
এর আগে ভারতীয় বংশোদ্ভূত সুনীতা উইলিয়ামসও একইরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। তিনি দীর্ঘ সময় মহাকাশে কাটিয়েছিলেন এবং তার প্রভাব পড়েছিল তাঁর স্বাস্থ্যে। শুভাংশুর ক্ষেত্রেও কি তেমনটাই ঘটতে চলেছে?
অবশেষে এই জল্পনায় ইতি টানল নাসা। সংস্থার কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের ম্যানেজার স্টিভ স্টিচ নিশ্চিত করেছেন যে শুভাংশু শুক্লা এবং তাঁর তিন সহযাত্রী ১৪ জুলাই স্পেস স্টেশন থেকে ‘আনডক’ করবেন। এরপর প্রায় একদিনের সফর শেষে তাঁদের মহাকাশযান ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরে ‘স্প্ল্যাশডাউন’ করবে—অর্থাৎ জলে আছড়ে পড়বে। মাটিতে না নেমে জলে অবতরণের এই পদ্ধতিতেই নিরাপদে পৃথিবীতে ফিরেছিলেন সুনীতা উইলিয়ামসও।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/25/shubhanshu-2025-06-25-07-32-20.jpg)
তাঁদের যাত্রা শুরু হবে সোমবার বিকেল ৪টা ৩৫ মিনিটে। পরের দিন মঙ্গলবার তাঁরা পৃথিবীতে ফিরবেন। ফিরেই কিছুদিন রিহ্যাবিলিটেশনে থাকবেন তাঁরা। কারণ দীর্ঘদিন মাধ্যাকর্ষণহীন অবস্থায় থাকার পর পৃথিবীর স্বাভাবিক মাধ্যাকর্ষণের সঙ্গে শরীর খাপ খাইয়ে নিতে সময় লাগে।
এদিকে, ছেলের প্রত্যাবর্তনের অপেক্ষায় দিন গুনছেন শুভাংশুর বাবা-মা ও স্ত্রী। শুভাংশুর মা আশা শুক্লা বলেন, “আমরা খুবই গর্বিত ও আনন্দিত। যখন ও আবার আমাদের কাছে ফিরে আসবে, তখন আরও বেশি খুশি হব। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, ও যেন সম্পূর্ণ নিরাপদে ফিরে আসে। আমরা ব্যান্ড বাজিয়ে, উৎসবের মধ্য দিয়ে ওঁকে স্বাগত জানাব।”
এই ঐতিহাসিক মুহূর্তে সারা দেশের চোখ এখন শুভাংশুর দিকে—৪০ বছর পর এক ভারতীয় মহাকাশচারীর সাহসিকতা ও কীর্তির সাক্ষী থাকতে চলেছে ভারত।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us