৪১ বছরের অপেক্ষার পরেও মহাকাশযাত্রা স্থগিত! শুভাংশু শুক্লার রকেটে ধরা পড়ল বিপজ্জনক লিক!

ফের একবার স্থগিত হয়ে গেল শুভাংশু শুক্লার মহাকাশ যাত্রা।

author-image
Tamalika Chakraborty
New Update
shubranshu

নিজস্ব সংবাদদাতা: ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার মহাকাশযাত্রা আপাতত কিছুটা সময়ের জন্য স্থগিত করা হয়েছে। মার্কিন সংস্থা স্পেসএক্স ও অ্যাক্সিওম স্পেসের যৌথ উদ্যোগে পরিচালিত অ্যাক্সিওম-৪ মিশনে বুধবার (১১ জুন) শুভাংশুর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার কথা থাকলেও, যান্ত্রিক ত্রুটির কারণে সেই অভিযান এখন শুরু করা যাচ্ছে না।

১৯৮৪ সালে রাকেশ শর্মার ঐতিহাসিক মহাকাশযাত্রার ৪১ বছর পর এই প্রথম কোনও ভারতীয় নাগরিক আবার মহাকাশে পা রাখতে চলেছিলেন। সেই স্বপ্নের মুহূর্ত আরও কিছুটা পিছিয়ে গেল।

sbhranshu

স্পেসএক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্যালকন ৯ রকেটে ‘পোস্ট স্ট্যাটিক ফায়ার টেস্ট’-এর সময় একটি গুরুত্বপূর্ণ ত্রুটি ধরা পড়ে। প্রোপালশন ইউনিটে এলওএক্স (লিকুইড অক্সিজেন) লিক পাওয়া গেছে। এই লিক সারাতে এবং সমস্ত প্রয়োজনীয় পরীক্ষা সম্পূর্ণ করতে আরও কিছুদিন সময় লাগবে। তাই উৎক্ষেপণের নতুন দিন এখনও ঘোষণা করা হয়নি।

এর আগেও খারাপ আবহাওয়ার কারণে এই মিশন একাধিকবার পিছিয়ে গেছে। সর্বশেষ, ১০ জুনের পরিবর্তে ১১ জুন উৎক্ষেপণের দিন নির্ধারিত হয়েছিল। তবে এখন তা আবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত।