New Update
/anm-bengali/media/media_files/92tnS0bSI7Zmou6IINTO.jpg)
নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, তাঁর মা কোনওদিন রাজনীতিতে ফিরবেন না। তাঁর নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহে তিনি গভীরভাবে হতাশ হয়েছেন। সোমবার পর্যন্ত জয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি বলেন, শেখ হাসিনা রবিবার থেকে তাঁর পদত্যাগের বিষয়ে ভাবছিলেন। তিনি বলেন, শেখ হাসিনা তাঁর পরিবারের কারণে ও নিরাপত্তার কারণে দেশ ছেড়েছেন।
/anm-bengali/media/media_files/RmYzuzBHd0WJehuG2z65.jpg)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us