নিজস্ব সংবাদদাতা: ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতে চমকে দেওয়া সামরিক সাফল্যের নেপথ্যে ছিল এক অসাধারণ কৌশলগত পুনর্বিবেচনা—এমনটাই জানালেন কংগ্রেস সাংসদ শশী থারুর।
মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমানে সফরে থাকা থারুর ‘অপারেশন সিঁদুর’ ও পাকিস্তান-পুষ্ট সন্ত্রাসবাদ নিয়ে ভারতে অবস্থান তুলে ধরেন।
/anm-bengali/media/media_files/vpkr6xu1sBrviTQeB38X.webp)
একটি প্রশ্নের উত্তরে থারুর বলেন, "আমরা বুঝেছিলাম পাকিস্তান কীভাবে চিনের প্রযুক্তি ব্যবহার করে আমাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে চাইছে। ওদের কৌশলে ‘কিল চেইন’ নামে একটা পদ্ধতি আছে, যেখানে রাডার, জিপিএস, যুদ্ধবিমান, এবং ক্ষেপণাস্ত্র—সব একসঙ্গে জড়িয়ে একটা অবিচ্ছিন্ন প্রতিক্রিয়া গড়ে তোলে।"
তিনি জানান, ভারত এই সংঘাতে সম্পূর্ণ অন্যভাবে প্রতিক্রিয়া জানায়, যার ফলে পাকিস্তান-চিন জোটের প্রতিরক্ষা ভেঙে দেওয়া সম্ভব হয়। থারুর স্পষ্ট বলেন, “আমরা যদি পুরনো পদ্ধতিতে প্রতিক্রিয়া দেখাতাম, তাহলে হয়তো পাকিস্তানের ১১টি বিমানঘাঁটিতে আঘাত হানতে পারতাম না।”
কীভাবে চিনা প্রযুক্তি ব্যর্থ করে ভারতের অপারেশন সিঁদুর সফল হয়! এবার প্রকাশ্যে সেই কৌশল বললেন শশী থারুর
কীভাবে চিনা প্রযুক্তিকে ব্যর্থ করে অপারেশন চালায় ভারত, সেই বিষয়ে বিস্তারিত বিবরণ দিলেন শশী থারুর।
নিজস্ব সংবাদদাতা: ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতে চমকে দেওয়া সামরিক সাফল্যের নেপথ্যে ছিল এক অসাধারণ কৌশলগত পুনর্বিবেচনা—এমনটাই জানালেন কংগ্রেস সাংসদ শশী থারুর।
মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমানে সফরে থাকা থারুর ‘অপারেশন সিঁদুর’ ও পাকিস্তান-পুষ্ট সন্ত্রাসবাদ নিয়ে ভারতে অবস্থান তুলে ধরেন।
একটি প্রশ্নের উত্তরে থারুর বলেন, "আমরা বুঝেছিলাম পাকিস্তান কীভাবে চিনের প্রযুক্তি ব্যবহার করে আমাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে চাইছে। ওদের কৌশলে ‘কিল চেইন’ নামে একটা পদ্ধতি আছে, যেখানে রাডার, জিপিএস, যুদ্ধবিমান, এবং ক্ষেপণাস্ত্র—সব একসঙ্গে জড়িয়ে একটা অবিচ্ছিন্ন প্রতিক্রিয়া গড়ে তোলে।"
তিনি জানান, ভারত এই সংঘাতে সম্পূর্ণ অন্যভাবে প্রতিক্রিয়া জানায়, যার ফলে পাকিস্তান-চিন জোটের প্রতিরক্ষা ভেঙে দেওয়া সম্ভব হয়। থারুর স্পষ্ট বলেন, “আমরা যদি পুরনো পদ্ধতিতে প্রতিক্রিয়া দেখাতাম, তাহলে হয়তো পাকিস্তানের ১১টি বিমানঘাঁটিতে আঘাত হানতে পারতাম না।”