জঙ্গি হামলার কবলে আমেরিকা! সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবার বিস্ফোরক বার্তা থারুরের

আমেরিকায় কলোরাডোয় জঙ্গি হামলার তীব্র নিন্দা করলেন শশী থারুর।

author-image
Tamalika Chakraborty
New Update
sashi taroor

নিজস্ব সংবাদদাতা: জঙ্গি হামলার প্রতিবাদে বিশ্বের নানা প্রান্তে ভারতের অবস্থান তুলে ধরছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। সেই মিশনের মধ্যেই আমেরিকার কলোরাডোতে ঘটে গেল একটি ভয়ঙ্কর ঘটনা। স্থানীয় পুলিশ জানায়, এটি একটি ‘টার্গেটেড টেরর অ্যাটাক’।

sashi tharoor editted .jpg

ঘটনাটিকে তীব্রভাবে নিন্দা করেছেন থারুর।  তিনি জানান, ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা ঘটনাটি নিয়ে উদ্বিগ্ন। তবে এই ঘটনায় কেউ প্রাণ হারাননি জেনে কিছুটা স্বস্তি পেয়েছেন তাঁরা।

এই হামলার প্রেক্ষিতে আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান আরও জোরদার করার বার্তাও দিয়েছেন থারুর।