নিজস্ব সংবাদদাতা: সন্ত্রাসবাদে মদত দেওয়ার জন্য আন্তর্জাতিকহলে একাধিকবার মুখোশ খুলে গেছে, পাকিস্তান এখন বিশ্ব দরবারে নিজেদের "পরিচ্ছন্ন" দেখানোর মরিয়া চেষ্টায় নেমেছে। সেই চেষ্টার অংশ হিসেবেই রাশিয়ার রাজধানী মস্কোতে এক বিশেষ প্রতিনিধি দল গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পক্ষ থেকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একটি চিঠি হস্তান্তর করেছে।
এই প্রতিনিধি দলে ছিলেন প্রধানমন্ত্রী শরিফের বিশেষ সহকারী সৈয়দ তারিক ফাতেমি। তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ-এর সঙ্গে দেখা করে দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক উত্তেজনা নিয়ে একটি ব্রিফিং দেন।
এর আগে, ভারত থেকে একটি বহুদলীয় প্রতিনিধিদল মস্কো সফরে গিয়ে জম্মু-কাশ্মীরের পহেলগাঁও হামলা ও ‘অপারেশন সিঁদুর’ পরবর্তী ভারত-পাকিস্তান সংঘর্ষ নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে রাশিয়াকে জানায়। এই ভারতীয় প্রতিনিধি দলে ছিলেন ডিএমকে সাংসদ কানিমোঝি কারুণানিধি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us