New Update
/anm-bengali/media/media_files/I0ZQEOup0wEL0Q8MNm1x.jpg)
নিজস্ব সংবাদদাতা: শান্তি বৈঠক চলাকালীন ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ। ভেঙে পড়ল ভবনের একটি অংশ, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়লেন অনেকে। ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন। সোমবার পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার ওয়ানায় এই বিস্ফোরণ ঘটে।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানায় একটি স্থানীয় শান্তি কমিটির অফিসে বৈঠক চলছিল। সেই সময়ই তীব্র বিস্ফোরণে অফিসের একাংশ ধসে পড়ে।
/anm-bengali/media/media_files/0gP589AVTl8jbJcyVddU.jpg)
স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দলও। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us