কান উৎসবের মধ্যেই বড় হামলার মুখে ফ্রান্স! সাবোটাজ করে কারখানা-এয়ারপোর্ট বন্ধ করে দিল বিদ্রোহী গোষ্ঠী

ফ্রান্সের নাইস শহর রবিবার কার্যত অন্ধকারে ডুবে যায়।

author-image
Tamalika Chakraborty
New Update
france electric cut

নিজস্ব সংবাদদাতা: ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নাইস ও তার আশেপাশে প্রায় ৪৫ হাজার মানুষ রবিবার বিদ্যুৎবিহীন অবস্থায় পড়ে যান। শহরের মেয়রের বিবৃতিতে জানা গেছে, রাতে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লাগানো হয়, যার জেরে এই বিপর্যয়।

এই বিভ্রাট আসে একদিনের মধ্যেই আরেকটি বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটের পর, যেখানে কান ও তার আশপাশের অঞ্চলে প্রায় ১ লাখ ৬০ হাজার বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়ে। ওই সময় কান শহরে চলছিল বিখ্যাত আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসব।

ঘটনার দায় স্বীকার করেছে দুটি আত্মঘোষিত ‘আনার্কিস্ট’ বা বিশৃঙ্খলাবাদী গোষ্ঠী। তারা বলেছে, ইচ্ছাকৃতভাবে তারা এই বিদ্যুৎ অবকাঠামোতে নাশকতা চালিয়েছে। উদ্দেশ্য ছিল শুধু কান চলচ্চিত্র উৎসব ব্যাহত করা নয়, বরং ওই এলাকার একটি মহাকাশ সংস্থা, কান বিমানবন্দর এবং আশেপাশের সামরিক, শিল্প ও প্রযুক্তি স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা।

স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলো ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছে।