/anm-bengali/media/media_files/2025/07/23/united-nation-2025-07-23-08-46-03.jpg)
নিজস্ব সংবাদদাতা: জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রবল বিতর্ক। শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বক্তব্য দিতে হলে প্রবেশ করেন সভাকক্ষে। আর তখনই একযোগে বেরিয়ে যান বহু দেশের প্রতিনিধি।
জানা গেছে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কারণে আন্তর্জাতিক মহলে যে তীব্র সমালোচনা চলছে, সেই প্রতিবাদেই এই ওয়াকআউট। আরব ও মুসলিম দেশগুলির প্রতিনিধিরা প্রায় সবাই সভাকক্ষ ছেড়ে চলে যান। তাঁদের সঙ্গে যোগ দেন কয়েকটি আফ্রিকান দেশের প্রতিনিধি এবং কিছু ইউরোপীয় কূটনীতিকও।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/05/HoZojte7jjmInJQsf428.jpg)
নেতানিয়াহু আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধ মামলার মুখোমুখি। তবুও এদিন তিনি বলেন, “গাজায় কাজ শেষ করব, আর যত দ্রুত সম্ভব শেষ করব।” এমনকি তাঁর নির্দেশে গাজা উপত্যকার চারপাশে লাউডস্পিকার বসিয়ে তাঁর বক্তব্য সরাসরি সম্প্রচার করা হয়, যাতে ফিলিস্তিনিরাও তা শোনে।
বিশ্বজুড়ে এই ঘটনাকে “কূটনৈতিক অপমান” বলেই মনে করা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us