/anm-bengali/media/media_files/2025/03/12/T16Gx8JpaRLZxPlMvHNV.jpg)
নিজস্ব সংবাদদাতা: সৌদি আরব আবারও নিয়মে বড় ঢিলে দিল। এতদিন দেশে সম্পূর্ণভাবে মদ নিষিদ্ধ থাকলেও এবার প্রথমবারের মতো কিছু অ-মুসলিম বিদেশি বাসিন্দাকে কঠোর শর্তে মদ কেনার অনুমতি দেওয়া হচ্ছে। শর্ত এতটাই কড়া যে, সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই শুরু হয়েছে হাসি-ঠাট্টা আর সমালোচনা।
নতুন নিয়ম অনুযায়ী, যাঁদের মাসিক আয় ৫০,০০০ রিয়ালের বেশি—ভারতীয় টাকায় প্রায় ১২ লক্ষ—শুধুমাত্র তাঁরাই রিয়াধের প্রথম ও একমাত্র মদের দোকান থেকে অ্যালকোহল কিনতে পারবেন। দোকানে ঢোকার আগে দেখাতে হবে বেতনের সার্টিফিকেট। গত বছর এই দোকানটি শুধু বিদেশি কূটনীতিকদের জন্য খুলেছিল। এবার প্রিমিয়াম রেসিডেন্স থাকা অ-মুসলিমদেরও সেই ছাড় পাওয়া যাবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/ff8dGsC9S4g93HdWE6uf.jpg)
এই নিয়ম প্রকাশ্যে আসতেই বহু নেটিজেনের কটাক্ষ। অনেকেই বলেছেন, “এটা আসলে ধনীদের জন্য সুবিধা।” আবার কেউ কেউ মনে করছেন, সৌদি সরকার দক্ষ বিদেশি কর্মী এবং উচ্চমানের পেশাদারদের আকর্ষণ করতেই এমন নিয়ম আনছে। তবে সাধারণ মানুষের জন্য নিয়ন্ত্রণ আরও কঠোরই থাকছে।
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সৌদি সরকার এখনও আনুষ্ঠানিকভাবে নিয়ম পরিবর্তনের ঘোষণা দেয়নি। কিন্তু দোকান পরিদর্শনে গেলে চোখে পড়ে কয়েকটি সাইনবোর্ড—যেমন “VAT EXEMPT GOODS FOR DIPLOMATS ONLY”—মানে কূটনীতিকরা কর ছাড় পাচ্ছেন। যারা নিয়মিত এই দোকানে কেনাকাটা করেন, তাঁরা জানিয়েছেন, প্রতিটি ক্রেতার মাসিক কেনার পরিমাণ নির্দিষ্ট করা থাকে। সেই লিমিট সংযুক্ত থাকে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে। দোকানে ঢোকার জন্য যে অ্যাপ ব্যবহার করা হয়, তাও তৈরি করেছে দেশের ট্যাক্স ও কাস্টমস বিভাগ।
সৌদি আরবের এই পরিবর্তন যে আরও আলোচনার জন্ম দেবে, তা বলাই যায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us