পাক জেলে ভারতীয় খুনের বদলা! পাকিস্তানেই খুন হলেন সর্বজিতের হত্যাকারী

পাক জেলে অত্যাচার করে ভারতীয় নাগরিক সর্বিজিৎ সিংকে হত্যা করা হয়। সেই হত্যাকারী অমির সফররাজকে রবিবার অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি গুলি করে হত্যা করে। পাক প্রশাসন তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
sabarjit singh edit.jpg

নিজস্ব সংবাদদাতা:  পাকিস্তানেই খুন করা হল সর্বজিৎ সিং-এর হত্যাকারীকে। পাকিস্তানের কোট লাখপত জেলে  ইট, ধারালো ধাতব পাত, লোহার রড এবং ব্লেড দিয়ে সর্বজিতের ওপর হামলা করা হয়। অভিযোগ আইএসআই-এর নির্দেশেই আমির সফররাজ নেতৃত্বে এই হামলা চালনা হয়। অমির সফররাজকে লাহোরে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি গুলি করে হত্যা করে বলা জানা গিয়েছে।  ইতিমধ্যে পাক প্রশাসন তদন্ত শুরু করেছে। 

isi.jpg

 tamacha4.jpeg