/anm-bengali/media/media_files/2025/03/03/Q12L135T8GAWPJYT11BH.jpg)
নিজস্ব সংবাদদাতা: তিন বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবশেষে একটি মোড় নিতে চলেছে। সূত্রের খবর, আগামী ১৫ মে ইস্তানবুলে বৈঠকে বসতে চলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘর্ষে এবার হয়তো একটি শান্তিপূর্ণ পথের সূচনা হতে পারে।
জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায়ই এই আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। ইউক্রেন ও তার মিত্ররা ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, যার সঙ্গে সম্মতি জানিয়েছে রাশিয়াও। এই যুদ্ধবিরতি কার্যকর হবে আগামী সোমবার থেকে।
/anm-bengali/media/media_files/2025/04/06/6h3QbTqpifosoGHiafQ3.webp)
এর ঠিক আগেই, রাশিয়ার তরফ থেকে জেলেনস্কিকে আলোচনায় বসার আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়। ইউক্রেনের প্রেসিডেন্টও সেই প্রস্তাবে সাড়া দিয়েছেন। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে জেলেনস্কি লেখেন, “আমরা আশাবাদী, সোমবার থেকে নিঃশর্ত যুদ্ধবিরতি পুরো মাত্রায় কার্যকর হবে। বৃহস্পতিবার আমি ইস্তানবুলে পুতিনের জন্য অপেক্ষা করব।”
বিশেষজ্ঞ মহলের মতে, যদি এই বৈঠক সত্যিই হয়, তবে এটি ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তিন বছর ধরে চলা সংঘর্ষে দুই দেশের হাজার হাজার মানুষের প্রাণহানি হয়েছে, ধ্বংস হয়েছে অবকাঠামো। এমন পরিস্থিতিতে এই উচ্চপর্যায়ের মুখোমুখি আলোচনা যুদ্ধের সমাপ্তির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us