ইউক্রেনের হয়ে যুদ্ধ! অস্ট্রেলিয়ার যুবককে সর্বোচ্চ সাজা ঘোষণা রাশিয়ার

ইউক্রেনের সমর্থনে যুদ্ধ করার অভিযোগে রাশিয়ার আদালত অস্ট্রেলিয়ার যুবককে ১৩ বছরের সাজা দিল।

author-image
Tamalika Chakraborty
New Update
autralian man

নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের পক্ষে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করায় অস্ট্রেলিয়ার এক নাগরিককে ১৩ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল রাশিয়ার আদালত। ৩৩ বছর বয়সি অস্কার জেনকিন্স-এর বিরুদ্ধে ভাড়াটে সৈনিক হিসেবে যুদ্ধ করার অভিযোগে লুহানস্কের আদালত এই রায় দিয়েছে। এমনটাই জানিয়েছে রাশিয়া-নিয়ন্ত্রিত ডনবাস অঞ্চলের সরকারি কৌঁসুলিরা।

austrelian youth

রুশ প্রসিকিউটরদের দাবি, ২০২৩ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত ইউক্রেনের সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করেন অস্কার। রায় অনুযায়ী, তাঁকে সর্বোচ্চ নিরাপত্তা সম্পন্ন জেলে ১৩ বছর সাজা ভোগ করতে হবে।