বিশ্ব না মানলেও রাশিয়ার স্বীকৃতি তালিবানকে, বদলে যাচ্ছে আফগান-রাশিয়া সম্পর্ক

দীর্ঘ শত্রুতা ভুলে রাশিয়া আর তালিবান সম্পর্ক স্বাভাবিকের পথে।

author-image
Tamalika Chakraborty
New Update
Taliban russia relation

নিজস্ব সংবাদদাতা: রাশিয়া এবার আফগানিস্তানে তালিবান সরকারের মনোনীত রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল। রবিবার আফগান পররাষ্ট্র মন্ত্রকের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

তালিবান ও রাশিয়ার মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছে — বিশেষ করে, যখন দুই দেশই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে।

taliban 1

চলতি বছরের এপ্রিলে রাশিয়া তালিবানকে ‘জঙ্গি সংগঠন’ হিসেবে যে নিষেধাজ্ঞা দিয়েছিল, তা তুলে নেয়। দুই দশকের বেশি সময় পর এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে আফগান তালিবান সরকারের সঙ্গে রাশিয়ার সম্পর্ক স্বাভাবিক করার পথ খুলে যায়।

তবে এখনও পর্যন্ত বিশ্বে কোনও দেশই তালিবান সরকারকে সরকারিভাবে স্বীকৃতি দেয়নি। ২০২১ সালে মার্কিন নেতৃত্বাধীন সেনা আফগানিস্তান থেকে সরে যাওয়ার পর তালিবান দেশটির ক্ষমতা দখল করে।