পুতিনের বরখাস্তের পরই গুলি করে আত্মঘাতী রুশ মন্ত্রী! কি এমন ঘটেছিল রোমান স্তারোভোইতের সঙ্গে?

মন্ত্রিত্ব হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই আত্মহত্যা করলেন রোমান স্তারোভোইত।

author-image
Tamalika Chakraborty
New Update
putin minister

নিজস্ব সংবাদদাতা: রাশিয়ার প্রাক্তন পরিবহণমন্ত্রী রোমান স্তারোভোইৎ আত্মঘাতী! সোমবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তরফে তাঁকে আচমকা বরখাস্ত করার কিছুক্ষণের মধ্যেই তিনি নিজেকে গুলি করেন বলে রাশিয়ান সংবাদমাধ্যম ইজভেস্তিয়ার সূত্রে খবর।

ঘটনার আকস্মিকতায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। দিনভর গুজব চলার পর প্রেসিডেন্ট পুতিনের দপ্তর থেকে জানানো হয়, রোমান স্তারোভোইৎকে মন্ত্রিত্ব থেকে অপসারণ করা হয়েছে। তবে তাঁর বরখাস্তের কোনও নির্দিষ্ট কারণ জানানো হয়নি। এর কয়েক ঘণ্টার মধ্যেই আসে আত্মহত্যার সংবাদ।

123

স্তারোভোইৎ মাত্র এক বছর পরিবহণমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের মে মাসে তিনি এই পদে নিযুক্ত হন। তার আগে তিনি ইউক্রেন সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের গভর্নর হিসেবে প্রায় পাঁচ বছর কাজ করেন।

বর্তমানে ইউক্রেন যুদ্ধে জর্জরিত রাশিয়ার পরিবহণ ব্যবস্থা বিপর্যস্ত। সেই চরম চাপের মধ্যেই মন্ত্রিত্ব সামলাতে গিয়ে নানা সমস্যায় পড়েছিলেন স্তারোভোইৎ। তাঁর অপসারণ ও আত্মহত্যাকে কেন্দ্র করে এখন নানা জল্পনা ঘনাচ্ছে।