৬০০ বছর পর জেগে উঠল আগ্নেয়গিরি! রাশিয়ায় ৭ মাত্রার ভূমিকম্পের পর তাণ্ডব, সুনামির আশঙ্কা!

রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ফের সুনামি সতর্কতা জারির আশঙ্কা।

author-image
Tamalika Chakraborty
New Update
earthquake-165333220-16x9_0


নিজস্ব সংবাদদাতা: রাশিয়ার ফার ইস্ট অঞ্চলে একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে চরম আতঙ্ক ছড়িয়েছে। কামচাটকা উপদ্বীপের কাছে অবস্থিত কুরিল দ্বীপপুঞ্জে রবিবার ভোরে ৭.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পের পরেই রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রণালয় জানিয়েছে, কামচাটকার তিনটি উপকূলীয় এলাকায় সুনামির সম্ভাবনা রয়েছে।

টেলিগ্রামে দেওয়া সরকারি বার্তায় জানানো হয়, “প্রত্যাশিত সুনামি ঢেউয়ের উচ্চতা খুব বেশি নয়, কিন্তু আপনাদের তীরবর্তী এলাকা থেকে সরে যাওয়াই শ্রেয়।” যদিও প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র এই ভূমিকম্পের পর সরাসরি কোনও সুনামি সতর্কতা জারি করেনি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) একই মাত্রার ভূমিকম্পের কথা নিশ্চিত করেছে।

Delhi-Earthquake-Timing

কিন্তু এখানেই শেষ নয়। ভূমিকম্পের রাতেই কামচাটকা অঞ্চলের ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরি ৬০০ বছরের ঘুম ভেঙে ভয়াবহ বিস্ফোরণে জেগে ওঠে। এই বিস্ফোরণের ধোঁয়া, ছাই এবং আগুন বহু কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে রাশিয়ার সরকারি বার্তা সংস্থা RIA ও বিজ্ঞানীরা। এর আগে, একই অঞ্চলের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি কিলুচেভস্কয়-ও বিস্ফোরিত হয়েছিল গত সপ্তাহে ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর।

বিজ্ঞানীরা মনে করছেন, এসব ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত একে অপরের সঙ্গে সংযুক্ত, এবং এটি একটি বড়ো ভূতাত্ত্বিক পরিবর্তনের পূর্বাভাস হতে পারে।