"আমেরিকার নীরবতা কি হত্যার ছাড়পত্র?" রাশিয়ার হামলার পর জেলেনস্কির ক্ষোভ

রাশিয়ার লাগাতার হামলায় নীরব আমেরিকা। এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

author-image
Tamalika Chakraborty
New Update
ukraine president.jpg

নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের বিরুদ্ধে চলমান তিন বছরের যুদ্ধে শুক্রবার রাতে রাশিয়া তার সবচেয়ে বড় আকাশ হামলা চালিয়েছে। রাজধানী কিয়েভ সহ একাধিক অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে এই আক্রমণ ঘটে। তার আগেও বৃহস্পতিবার রাতেও রাশিয়া ইউক্রেনের ওপর হামলা চালায়।

শুক্রবার রাশিয়ার হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে, যার মধ্যে রয়েছে শিশুরাও। আহত হয়েছে আরও অনেক মানুষ।

donald trump

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেঙ্কো শনিবার জানিয়েছেন, নিহতদের মধ্যে ছিল একই পরিবারের তিন শিশু, যারা ঝাইটোমির অঞ্চলে বসবাস করত। শিশুদের বাবা-মা দুজনেই আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন, মা আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

নিহত শিশুদের স্কুলের তরফ থেকে ফেসবুকে শোক প্রকাশ করে লিখেছে, “আমরা ব্যথায় কাতর। পুরো স্কুল পরিবার আজ শোকে মুহ্যমান। আমরা মাথা নত করছি।”

এই ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের ‘নীরবতা’ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, “এই নীরবতা আমাদের জন্য বিপজ্জনক।”