“তিন দিক থেকে আসছে ড্রোন, ক্ষেপণাস্ত্রও আসতে পারে!” – যুদ্ধের নতুন রূপ দেখছে কিয়েভ!

নতুন করে রাশিয়া ইউক্রেনে ড্রোন হামলা করল।

author-image
Tamalika Chakraborty
New Update
Ukraine drone attack a

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ড্রোন হামলা হয়েছে। শহরের একাধিক এলাকায় একসাথে অনেকগুলো ড্রোন আঘাত হানে। এতে একটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ১১ জন মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন শহরের কর্মকর্তারা।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো জানিয়েছেন, একের পর এক ড্রোন এখনো শহরের দিকে আসছে এবং পরিস্থিতি এখনও বিপজ্জনক। তিনি আরও বলেন, “শত্রুপক্ষ তিনটি দিক থেকে ড্রোন পাঠাচ্ছে। সেই সঙ্গে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কাও রয়েছে।”

ukraine

তিনি টেলিগ্রামে জানান, সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে, কারণ হামলা থেমে যায়নি, আরও আক্রমণ আসতে পারে। শহরের বিভিন্ন এলাকায় জরুরি সাইরেন বাজানো হয়েছে এবং উদ্ধার কাজ চলছে।