পাকিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন আসিম মুনির! জল্পনা নিয়ে কী বললেন পাকিস্তানের সেনাপ্রধান

পাকিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট আসিম মুনির হচ্ছেন বলে তীব্র জল্পনা দেখা দিয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
pakistan army chief  a

নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির জোর দিয়ে বলেছেন, দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বদল নিয়ে যে গুঞ্জন চলছে তা একেবারেই ভিত্তিহীন। সম্প্রতি শোনা যাচ্ছিল, বর্তমান রাষ্ট্রপতি আসিফ আলি জারদারিকে সরিয়ে মুনির নিজেই পাকিস্তানের রাষ্ট্রপতির দায়িত্ব নিতে পারেন।

এই গুঞ্জনের পেছনে কারণ হিসেবে ধরা হচ্ছিল মুনিরের সাম্প্রতিক মার্কিন সফর। মাত্র এক মাসের মধ্যে দু’বার আমেরিকায় গিয়ে তিনি সেখানকার শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। সবচেয়ে বড় বিষয়, এই সফরে তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে কার্যত এড়িয়ে যান। এরপরই খবর ছড়ায়, পাকিস্তানে শিগগিরই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পরিবর্তন হতে পারে।

PAKISTAN ARMY CHIEF

কিন্তু বেলজিয়ামে সফর শেষে পাকিস্তানের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মুনির স্পষ্ট জানান, এই সব খবর ভুয়ো। তিনি বলেন, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর পদ পরিবর্তনের প্রশ্নই ওঠে না। পাকিস্তানের আরেক শীর্ষ সংবাদপত্র ডন-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, মুনির আরও বলেছেন যে এই গুজব ছড়ানোর পেছনে কিছু মহল রয়েছে, যাঁরা দেশে রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে।