/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ইরাকের উত্তরের কিরকুক শহরের বিমানবন্দরে সোমবার গভীর রাতে ভয়াবহ রকেট হামলার ঘটনা ঘটেছে। একটি সামরিক সূত্র জানিয়েছে, ওই হামলায় অন্তত তিনটি রকেট ছোড়া হয়, যার মধ্যে দুটি সরাসরি আঘাত হানে বিমানবন্দরের সামরিক অংশে এবং তৃতীয়টি গিয়ে পড়ে কাছাকাছি একটি আবাসিক এলাকায়।
পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে নাম প্রকাশে অনিচ্ছুক এক উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, “কিরকুক বিমানবন্দরের সামরিক অংশে দুটি কাতিউষা রকেট পড়েছে।”
কিরকুক বিমানবন্দরের সামরিক অংশটি ইরাকি সেনাবাহিনী, ফেডারেল পুলিশ এবং 'হাশদ আল-শাবি'-র নিয়ন্ত্রণে। হাশদ আল-শাবি মূলত ইরান-সমর্থিত একাধিক শিয়া মিলিশিয়া গোষ্ঠীর সম্মিলিত রূপ, যাদের পরবর্তীতে ইরাকের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর অংশ করে নেওয়া হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/01/iraq-2025-07-01-07-29-05.jpg)
সোমবার রাতে হঠাৎ হামলার এই ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। আবাসিক এলাকায় পড়া রকেটটি কী পরিমাণ ক্ষয়ক্ষতি করেছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো শহর।
এই হামলার পেছনে কে বা কারা রয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হয়তো কোনো মিলিশিয়া গোষ্ঠীর পরিকল্পিত আক্রমণ হতে পারে, যা ইরাকের রাজনৈতিক অস্থিরতা ও বিদেশি প্রভাবের অংশ হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে।
ইতোমধ্যে নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলেছে এবং তদন্ত শুরু হয়েছে। ভবিষ্যতে এমন হামলা রুখতে কিরকুক ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে সরকারি সূত্র জানিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us