দক্ষিণ ইউরোপে গরমে হাঁসফাঁস! কোথাও ৪৩, কোথাও ৪৬ ডিগ্রি সেলসিয়াস!

প্রবল গরমে নাজেহাল অবস্থা দক্ষিণ ইউরোপের বাসিন্দাদের।

author-image
Tamalika Chakraborty
New Update
eatwave in spain

নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ ইউরোপ জুড়ে ভয়াবহ তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। একের পর এক দেশ নতুন তাপমাত্রার রেকর্ড গড়ছে। শনিবার স্পেনের এল গ্রানাডো শহরে তাপমাত্রা ছুঁয়েছে ৪৬ ডিগ্রি সেলসিয়াস, যা জুন মাসে স্পেনের ইতিহাসে সর্বোচ্চ। এই রেকর্ড স্বীকৃতি দিয়েছে দেশটির আবহাওয়া দফতর AEMET।

এর আগে ১৯৬৫ সালে সেভিয়ায় জুন মাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.২ ডিগ্রি সেলসিয়াস। এবার সেই রেকর্ডও ভেঙে গেছে। শুধু স্পেন নয়, ভয়ঙ্কর গরমে পুড়ছে পর্তুগাল, ইতালি, গ্রিস, দক্ষিণ ফ্রান্স এবং বলকান অঞ্চলের দেশগুলো — যেমন স্লোভেনিয়া, বসনিয়া, ক্রোয়েশিয়া ও সার্বিয়া।

heatwave in greace

পর্তুগালের অনেক জায়গায় তাপমাত্রা পৌঁছেছে ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার লিসবনের তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

এই তীব্র তাপপ্রবাহের ফলে দক্ষিণ ইউরোপের বহু অঞ্চলে দাবানলের আশঙ্কা বাড়ছে, ব্যাহত হচ্ছে কৃষিকাজ এবং স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে বৃদ্ধ ও শিশুদের মধ্যে।